গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী তালবীজ রোপণ কর্মসূচী উদ্বোধন করেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, একটি তালগাছ একটি বজ্রনিরোধক দন্ড হিসাবে কাজ করবে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্বেচ্ছাসেবী সংগঠন ‘গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন’ এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সহনাটি ইউনিয়নের দৌলতাবাদ গ্রামের রাস্তায় তালবীজ রোপণ করে মাসব্যাপী তালবীজ রোপণ উৎসব কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এসময় তিনি কয়েকটি ফলদ গাছও রোপণ করেন।
মো. শাকিল আহমেদ বলেন, অতি সম্প্রতি বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে এবং প্রাণহানি হচ্ছে সহসাই। এই প্রেক্ষাপটে আজকে ‘গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন’ এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী তালবীজ রোপণ করা হচ্ছে। বজ্রপাত থেকে রক্ষায় সরকার যে বজ্রনিরোধক দন্ড স্থাপন করেন সেটাতে প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ হয়। আমরা মনে করছি একটি তালগাছ একটি বজ্রনিরোধক দন্ড হিসাবে কাজ করবে। সরকারের টাকা সাশ্রয় হবে। পরিবেশ, প্রতিবেশ ও আমাদের প্রাণহানি থেকে রক্ষা পাবো।
কর্মসূচিতে অংশ নেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর রক্তাদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রমজানূর আহমেদ নাজিম, রাজিবুল হাসান, সাইফ আহাম্মেদ (অর্থ সম্পাদক), ইমন মিয়া, সজিবুল হাসান শান্ত, সানি মিয়া, রাজিবুল হাসান, সারোয়ার ইসলাম, মুকিব মিয়া, গৌরীপুর সরকারি কলেজ রোভার স্কাউটস সদস্য বাপ্পী আহমেদ, হুমায়ুন মিয়া, সাকিল আহমেদ, রাকিব মিয়া, নাইম মিয়া, আহাদ মিয়া, এলাকাবাসী মামুন মিয়া, তুহিন রানা, মান্না মিয়া প্রমুখ।