গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দরুন কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সাবেক সেনাসদস্য তাইজ উদ্দিন (৬০) অটোরিক্সার ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ অক্টোবর) মৃত্যুবরন করে।
তিনি গত ২৫ সেপ্টেম্বর গৌরীপুর-শাহগঞ্জ সড়কের দরুণ কৃষ্ণপুর গ্রামে নিজ বাড়ির সামনে বেপরোয়া অটোরিক্সার ধাক্কায় মারাত্মকভাবে আহত হন। সেখান থেকে উদ্ধার করে তাকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মৃত্যুবরন করেন।
তিনি উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।