সঞ্জীব সরকার,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ সংবাদ সম্মেলনর আয়োজন করে উপজেলা বিএনপি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শান্তিপূর্ণভাবে দূর্গাপুজা অনুষ্ঠিত হতে সার্বক্ষণিক পাশে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। ভয়ভীতির উর্ধ্বে থেকে সনাতনধর্মালম্বীরা তাদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপুজা উদযাপন করবে। অতীতের যে কোন সময়ের চেয়ে এ বছরে দুর্গাপুজা আরো আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তারা আশা করেন।
সংবাদ সম্মেলনে এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উল্লাপাড়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন আজাদ। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আব্দুল ওহাব, পৌর বিএনপির আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আলামিন হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেসায়াত করিম নয়ন, সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
উপজেলায় মোট ৯৩ টি মন্দিরে দূর্গাপুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।