জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: আস্থা ফাউন্ডেশন ও মিশন গ্রিন বাংলাদেশের উদ্যোগে শনিবার দুপুরে ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে ঘর পুণর্নিমাণে টিনসামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, আল আমিন সোসাইটির সভাপতি কাজী এরশাদ উল্যাহ চৌধুরী, বাংলাভিশনের সাংবাদিক ও মিশন গ্রিন বাংলাদেশের পরিচালক কেফায়েত শাকিল, মিশন গ্রিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আহসান রনি ও প্রকল্প পরিচালক আবুল বাশার মিরাজ উপস্থিত ছিলেন।স্থানীয়ভাবে টিন বিতরণে সহযোগিতা করেছেন স্পর্শ সমাজকল্যাণ সংঘের স্বেচ্ছাসেবকরা।