শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাল হইত ১০৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। থানার ওসি এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার সকাল ১১.৪৫ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার ফতেপুর ইউনিয়নের জোড়া ব্রিজের নিচে খাল হতে স্থানীয় ডুবুরির সহায়তায় ১০৫ রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি উদ্ধার করে।
উল্লেখ্য ৫ ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর ওই দিনই দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় অগ্নিসংযোগ করে সব কিছু পুড়িয়ে দিয়ে থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র , গোলাবারুদ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন বাকি অস্ত্র, গোলাবারুদ অন্যান্য মালামাল উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।