মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া প্রতিনিধি: নবম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৪ এ স্বোপার্জিতা হক তালুকদার অধরা স্বাস্থ্য ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত হয়েছে।
প্রাথমিক বাছাইয়ের পর্ব শেষে চূড়ান্ত ফলাফলে সে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকার টিএসসি তে নুষ্ঠানিকভাবে তাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষক হিসেবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছে কর্তৃপক্ষ।
স্বোপার্জিতা হক তালুকদার অধরা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমদাদুল হক তালুকদারের কন্যা। সে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেনীতে ক শাখায় অধ্যায়ন রত।
জাতীয় পর্যায়ে স্বাস্থ্য কাটাগরিতে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত হওয়ায় অধরা সকলের শুভ কামনা ও ভালবাসা এবং দোয়া প্রত্যাশা করেছেন।