ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামী এক ইউপি সদস্য সহ চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ গত রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক হাজতে পাঠানো হয়েছে।
ধামইরহাট থানা সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার ইসবপুর ইউনিয়নের ইসবপুর বাজার আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষের জের ধরে গত রোববার ধামইরহাট থানায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জন কে আসামী করে থানায় একটি মারপিট ও বিস্ফোরক আইনে মামলার দায়ের করেন উপজেলার ইসবপুর ইউনিয়নের জোতরাম গ্রামের রাজু হোসেন। মামলা নং৬,তাং-০৬/১০/২৪ইং।
মামলার প্রেক্ষিতে থানা পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার ধামইরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শল্পী বাজারের আব্দুল মজিদের ছেলে সাবেক ইউপি সদস্য মো.আব্দুস ছালাম ফল্টু (৩৭), আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মনিহারী গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আ’লীগ নেতা মো.ইজাবুল হোসেন (৫২), তালান্দার গ্রামেম মোজাফফর রহমানের ছেলে আ’লীগ নেতা আতোয়ার হোসেন (৩৫) এবং উমার ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আ’লীগ নেতা মো.গোলাম রব্বানী (৩৪) কে গ্রেফতার করে।
এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. রাইসুল ইসলাম বলেন, জোতরাম গ্রামের রাজু হোসেন বাদী হয়ে থানায় একটি মারপিট ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে চারজনকে আটক করে হাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।