শেরপুর প্রতিনিধি: শেরপুরে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বন্যাকবলিতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ অক্টোবর সোমবার দুপুরে জেলার নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতীসহ বিভিন্ন এলাকায় ওইসব ত্রাণ বিতরণ করা হয়।
এদিন জেলার বন্যার্ত ২ হাজার মানুষের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসান হাফিজুল হক। ওইসময় শেরপুর জেলা ক্যাম্প কমান্ডার মেজর তাউসিফ বিন হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ, পেয়াজ, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি। এছাড়া বন্যার্তদের মাঝে রান্না করা খাবারও বিতরণ করা হয়।
সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসান হাফিজুল হক জানান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নির্দেশনায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।