শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় আঞ্চলিক মহাসড়কের তাফালবাড়ি খালে নির্মাণাধীন ব্রীজের চুরি হওয়া ৫ টন রড গত ৭ দিনেও উদ্ধার করা যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান জানান, চুরি যাওয়া রড উদ্ধারের চেষ্টা চলছে।
মীর হাবিবুল ইসলাম নামের ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার সোহেল খান জানান, সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন শরণখোলার তাফালবাড়ি বাজার খালে ১১ কোটি টাকা ব্যয়ে একটি ব্রীজের কাজ চলছে। কিন্ত গত ১ অক্টোবর রাতে একদল দুর্বৃত্ত ব্রীজের কাজের জন্য আনা পাঁচ টন রড চুরি করে ট্রাকে তুলে নিয়ে যায়। যার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এ ঘটনায় স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগের বাগেরহাট জেলা প্রকৌশলী মোঃ আশ্রাফুল ইসলাম বলেন, ঠিকাদারের পক্ষ থেকে মালামাল পাহাড়া দেওয়ার ব্যাবস্থা করা উচিত ছিলো। তবে এ ঘটনায় ব্রীজ নির্মাণ কাজ বাধাগ্রস্থ হবেনা।