সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে পাহাড় কাটা ও অবৈধ করাত কল বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাহাড় কাটার অভিযোগে মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ০২ (দুই) লাখ টাকা টাকা জরিমানা করা হয়।
বুধবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার মেরুং ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের বেইলী সেতু সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তি পাহাড় কাটার অভিযোগ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে দোষী ব্যক্তির থেকে এ জরিমানা আদায় করা হয়েছে।’
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন আরো বলেন, ‘করাত কল স্থাপনের উদ্দেশ্যে পাহাড় কাঁটা হচ্ছিল। পাহাড় কাঁটা ও করাত কল স্থাপনের কোন অনুমোদন না থাকায় এ জরিমানা করা হয়। পরে পাহাড় কাঁটা ও করাত কল স্থাপনের নিষেধাজ্ঞা প্রদান করে দোষী ব্যক্তির থেকে লিখিত অঙ্গীকার নেওয়া গ্রহণ করা হয়েছে।’
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন। এ সময় মেরুং রেঞ্জ কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।