মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসাবে অসহায় দুস্থদের মাঝে চিকিৎসা সেবা, মানবিক সহায়তা ও বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী ও গুইমারা সিএমএইচ এর মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন সুমাইয়া রহমান, এএমসি এবং দন্ত চিকিৎসক ক্যাপ্টেন আরিফুল ইমরান, এএমসি'র নেতৃত্বে ৩১০ জন পাহাড়ি উপজাতি নারী ও পুরুষ এবং ২৬৫ জন বাঙালি নারী ও পুরুষসহ ৫৭৫ জন অসহায় ও হত-দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময়, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, এবং মাটিরাঙ্গার জোন কমান্ডার লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, মাটিরাঙ্গা থানর ওসি তৌফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
একই দিনে ০৪ জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, বন্যাদুর্গত ০৩ টি পরিবারকে টিন, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা, ০২ টি পরিবারকে সেলাই মেশিন, ২টি পরিবারকে সোলার এবং ৭০টি অসহায় পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এদিকে বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে রিজিয়ন কমান্ডার মাটিরাঙ্গা জোনের আওতাধীন বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে মাটিরাঙ্গা জোনের আওতায় ৪টি পূজামন্ডপে ১ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন, পার্বত্য অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে যা সত্যিই প্রশংসার দাবিদার। এই সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখার নিমিত্তে গুইমারা রিজিয়ন ও মাটিরাঙ্গা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।কোন ধরণের গুজবে কান না দিয়ে বাঙ্গালী ও পাহাড়ীদের সকলকে পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আহবান জানান তিনি।