ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: হাতিয়ার নলচিরা-জাহাজমারা প্রধান সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত তিন মাসে অতিবৃষ্টি আর দমকা হাওয়ায় দ্বীপ উন্নয়ন সংস্থার দক্ষিণ পাশ এবং সাগুরিয়া এমরান সওদাগর স'মিলের পশ্চিম পাশে কয়েকটি গাছ সমূলে রাস্তাসহ এর একাংশ ধসে পড়েছে। এতে মারাত্মক ঝুঁকির মধ্যে যানচলাচল করছে।
নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা-জাহাজমারা-সিডিএসপি বাজার পর্যন্ত ৪০ কিলোমিটারের প্রধান সড়কটির প্রায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গর্ত সৃষ্টি হয়েছে। এর কারণে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে পরিবহনের চালক ও যাত্রীরা।
বুধবার সড়কের বিভিন্ন এরিয়া ঘুরে খানাখন্দের কারণে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। ধাপে ধাপে ভারী বর্ষণে সৃষ্টি হওয়া খানাখন্দের ফলে চলাচলরত যানবাহন ধীরগতিতে চলছে।
এ সড়ক দিয়েই নৌ-ঘাট থেকে উপজেলার সকল পণ্যবাহী নসিমন, লরি, ভ্যান, ট্রাক, যাত্রীবাহী বাস, সিএনজি ও অটোরিক্সাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। তাই জরুরিভিত্তিতে এ সড়কের গর্ত ও খানাখন্দ মেরামত করার জোর দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
সিএনজি চালক শিবলু ও শাহাদাৎ বলেন, ভাঙ্গাচুরা রাস্তায় গাড়ি চালাতে আমাদের খুব কষ্ট হচ্ছে, এক্সিডেন্ট হচ্ছি, গাড়ির বডি ও নাট বল্টু ছুঁড়ে যাচ্ছে। গর্তগুলো রাতেরবেলা মরণফাঁদ হয়ে দাঁড়াচ্ছে। এ গর্ত ও খানাখন্দগুলো মেরামত না করায় প্রায়ই ছোট-বড় যানবাহন উল্টে যাচ্ছে।
স্থানীয় সোহরাব নামের একজনে বলেন, রাস্তার একাংশ সহ গাছ ধসে পড়ার একমাস গত হলেও এখন পর্যন্ত এর মেরামতের ব্যবস্থা নেননি কেউ।
সমাজকর্মী দুলাল উদ্দিন বলেন, খানাখন্দের কারণে এ সড়ক দিয়ে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব গর্তে অনেক সময় গাড়ি আটকে নষ্ট হয়ে যাচ্ছে। হাসপাতালে রোগী নেওয়া-আনা করাও দুষ্কর হয়ে পড়ছে। তাই জরুরিভিত্তিতে এ সড়কের খানাখন্দ ও গর্তগুলো মেরামত করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নোয়াখালী অফিসের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার জানান, বন্যা ও অতি বৃষ্টিতে প্রায় এলাকায় রাস্তার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এক্ষেত্রে মেরামতের জন্য ব্যাপক অর্থের প্রয়োজন কিন্তু আমাদের অর্থ সংকট রয়েছে। তবুও ঝুঁকিপূর্ণ অংশসমূহ মেরামতের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন এই কর্মকর্তা।