মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগার মান্দায় সাংবাদিক রায়হান আলীর পরিবারের উপর হামলার ঘটনায় ১নং অভিযুক্ত আসামি আনোয়ার হোসেন (সাদ্দাম) কে আটক করেছে পুলিশ। আটক সাদ্দাম হোসেন (২৫) উপজেলার দক্ষিণ পরানপুর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।
এ ঘটনায় সাংবাদিক রায়হান আলী ১০ জনকে আসামী করে মান্দা থানা একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং পরানপুর ইউপির দক্ষিন পরানপুর গ্রামে।
আহতরা হলেন- একই গ্রামের সোলাইমান আলী (৬০) এর স্ত্রী তকিমা বেগম (৫৫), বড় ছেলে হুমায়ন (৩৮), নাতনী হুমাইরা (১৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিতভাবে ধারালো অস্ত্রসস্ত্র দিয়ে হামলা চালায়। হামলার ঘটনায় সাংবাদিক রায়হান আলীর বাবা-মা,ভাই ও ভাতিজি ধারালো অস্ত্রের কুপে গুরুত্বর আহত হন। পরে স্থানীয় তাদেরকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, মারপিটের ঘটনায় সাংবাদিক রায়হান আলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত ১নং আসামী সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে।