সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেছেন, কালুখালীর কোন মন্দিরে সন্ত্রাসী কার্যকলাপ হতে দেওয়া হবে না। কেউ সন্ত্রাসী কার্যকলাপ করার সাহস রাখে না।
তিনি বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার ৫৭ টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিকালে এসব কথা বলেন।
তিনি বলেন, কেউ যাতে ইফটিজিংয়ের শিকার না হয় সে ব্যাপারে নজর রাখা হচ্ছে। তিনি মন্দির এলাকা থেকে পাগলদের দূরে রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। সভায় লেফটেন্যান্ট কর্নেল রেজা, ক্যাপ্টেন মারুফ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান কালুখালীর মালিয়াট মধ্যপাড়া মন্দির পরিদর্শন করেন।