আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামের খাঁন কটোন মিলে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে।
জানা গেছে, উপজেলার বৈঠাকাটা গ্রামের খাঁন কটোন মিলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে মিলের সমুদয় মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মিল মালিক নাশির খাঁন।
খাঁন কটোন মিল মালিক মোঃ নাশির খাঁন বলেন, বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে মিল ও মিলের মধ্যের সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোঃ হানিফ বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।