কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আনন্দের সাথে এই প্রথম দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। বাংলাদেশ সাম্প্রদায়িকে বিশ্বাসী নয়। সকল ধর্মের মানুষ বাংলাদেশে এখন নিরাপদ। যার যার ধর্ম এখন যার যার উপাসনালয় গিয়ে মানুষ প্রার্থনা করতে পারছে এই বাংলাদেশে। নেই কোন বাধা, নেই কোন আপত্তি।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ৮ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে এই পূজা। দক্ষিণ কেরানীগঞ্জের প্রতিটি পূজা মন্ডবে ১০হাজার টাকা শুভেচ্ছা উপহারসহ ৮৫০০জনকে শাড়ি লুঙ্গি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জের তেগুরিয়া ইউনিয়নের মির্জাপুরে তার নিজ বাড়িতে দুর্গা উৎসব উপলক্ষে তিনি এসব কথা বলেন।
একই উৎসবে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপূন রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা ওমর শাহানেওয়াজ ও যুবদল নেতা মোকাররম হোসেন সাজ্জাদ প্রমূখ।
এই শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে প্রায় দশ হাজার মানুষের গণভোজের আয়োজন করা হয়। এই উৎসব উপলক্ষে তার বাড়িতে বিএনপি'র কেন্দ্রীয় নেতা সহ দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন স্তরের শতশত নেতাকর্মী ও সমর্থকদের মিলন মেলায় পরিণত হয়।