মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রামগড় স্থলবন্দর মৈত্রী সেতু-১ এর ওপারে দায়িত্বরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'কে মিষ্টি খাওয়ালো বাংলাদেশ বর্ডার গার্ড রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রামগড় স্থলবন্দর মৈত্রী সেতু-১ এর শূন্য রেখায় বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল বুধবার ( ৯ অক্টোবর) রামগড় সীমান্তের মৈত্রী সেতু-১ এর শূন্য রেখায় প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ০২টি ব্যাটালিয়নকে মিষ্টি উপহার দিয়ে বিজিবির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্তে সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি-বিএসএফ একে-অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হয়।