ঢাকা
১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৪:০৬
logo
প্রকাশিত : অক্টোবর ১০, ২০২৪

সাজেকে শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে সেনাবাহিনী

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও পূজামন্ডপ পরিদর্শন করেছে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট সেনা জোন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সেনা জোনের দ্বায়িত্বপ্রাপ্ত এলাকার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের ০৩ টি পূজামন্ডপ পরিদর্শন করেন বাঘাইহাট সেনা জোনের (০৬ ইস্ট বেঙ্গল) অধিনায়ক লে. কর্নেল মোঃ খায়রুল আমিন, পিএসসি।

এ সময় বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক আয়োজকদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং সুষ্ঠু ও প্রানবন্তভাবে পূজা উদযাপন করার জন্য সকলকে আহ্বান জানান। তিনি জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাঘাইহাট সেনা জোন নিয়োমিত নিরাপত্তা জোরদার করেছে।

Oplus_131072

পরিদর্শন শেষে বাঘাইহাট ৬ ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে পূজা উৎযাপন কমিটি ও স্থানীয় শিশুদের মাঝে উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ খায়রুল আমিন।

এ সময় অন্যদের মধ্যে বাঘাইহাট ৬নং আদর্শ পাড়া শ্রীশ্রী বাঘাইহাট কৃষ্ণ মন্দিরের সভাপতি বাসু দে, মাসালং এলাকার শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরের সভাপতি শ্রী পূর্নধর ত্রিপুরা ও করেঙ্গাতলী এলাকায় শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি উৎফল তালুকদার উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গোৎসবে আর্থিক ও নিরাপত্তা জনিত সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি পূজা উৎযাপন কমিটি এবং স্থানীয় সনাতন ধর্মালম্বী জনসাধারণ স্বস্তি প্রকাশ করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram