মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা ভুলু বলেছেন বাংলাদেশে আগামী দিনে যেন কোন স্বৈরশাসক রাষ্ঠীয় ক্ষমতা আসতে না পারে।
তিনি আরও বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কারণে বিএনপির নেতাকর্মী নিজ বাবা-মা, আত্বীয়স্বজনের জানাজায় অংশগ্রহণ করা সহ সামজিক রীতিনীতি পালন করতে পারে নাই।
বৃহস্পতিবার বিকালে বেগমগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নে ফরাজি হাস্পাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম,মোক্তার হোসেনের বাবার জানাজা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, যুগ্ম সম্পাদক আহছান উল্যাহ, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শাহিন, রুস্তুম আলী সহ হাজার হাজার মুসল্লী।