লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে লোকমান হোসেন (৪৩) নামে এক চালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইক ছিনতাই করেছে দূর্বৃত্তরা। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে পাগলপ্রায় অবস্থা এই দরিদ্র চালকের।
শুক্রবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের ধরবিলা ও হাঁসবাড়িয়া গ্রামের মধ্যখানে এ ঘটনা ঘটে। লোকমান পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর গ্রামের মৃত জেকের আলীর ছেলে।
ভুক্তভোগী লোকমান হোসেন জানান, ভোর ৫টার দিকে দুইজন যাত্রী নিয়ে আড়ানি থেকে আব্দুলপুর যাচ্ছিলেন। এসময় আড়বাব ইউনিয়নের ধরবিলা ও হাঁসবাড়িয়া সড়কের মাঝামাঝি পৌঁছিলে দূর্বৃত্তরা ইজিবাইকের পথরোধ করে লোকমানের গলায় ছুরি ধরে ইজিবাইক ছিনিয়ে নিয়ে চলে যায়
।
তিনি আরো জানান, তিন বছর পূর্বে এক প্রবাসীর দেওয়া এক লাখ টাকা ও মাসিক কিস্তিতে এক লাখ ৬৫ হাজার টাকায় এই ইজিবাইকটি কিনেছিলেন তিনি। এটিই তার উপার্জনের একমাত্র সম্বল। এ থেকেই তার সংসার চলত। দ্রুত ইজিবাইকটি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু জানান, খবর পেয়ে ইজিবাইক উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।