তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় ও বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে মতবিনিময় সভা করেন কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল হক।
শুক্রবার (১১ অক্টোবর) দিনভর জেলার ধর্মপাশা উপজেলার সার্বজনীন দুর্গা মন্দির ও জয়শ্রী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শনসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করে মতবিনিময় সভা করেন।
এসময় সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্য বলেন, আপনারা স্বাধীন দেশে স্বাধীন ভাবে আপনাদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপুজা উৎযাপন করবেন। এছাড়াও আপনাদের সকল ধর্মীয় অনুষ্ঠান আপনাদের মত করেই পালন করবেন। কোনো বাঁধা নেই, আমরা আছি আপনাদের সাথে। কেউ বাঁধা সৃষ্টি করতে চাইলে তাদের কঠিন জবাব দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।