আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় উৎসবমূখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার বড়লেখায় ১৩৪টি সার্বজনিন ও ১২টি ব্যক্তিগত মণ্ডপে চলছে পূজা অর্চনা। শুক্রবার মহাঅষ্টমীতে কুমারি পূজা আয়োজনের জন্য নির্ধারিত থাকলেও বড়লেখার কোনো মণ্ডপে কুমারি পূজা অনুষ্ঠিত হয়নি।
এদিকে বৃহস্পতিবার রাতে বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার পূজামণ্ডপ ঘুরে দেখে নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জওরত আদিব চৌধুরী, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়ছল আহমদ, বিএনপির নেতা মুজিব রাজা চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট বড়লেখা শাখার সভাপতি ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, বিএনপি নেতা ময়িদ চৌধুরী, আব্দুল হাফিজ চৌধুরী, জুড়ী সেচ্ছাসেবক দলের নেতা দিবাকর দাস, শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা সহ সভাপতি ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনসহ, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপ কমিটি ও পূজার্থীদের সাথে কুশল বিনিময় করেন।