কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় ছয়টি ট্রলারসহ ৫৮ বাংলাদেশি জেলে ভুলবশত মায়ানমার জলসীমায় ঢুকে পড়েছিল। এ সময় মায়ানমার নৌবাহিনী ওই ট্রলারগুলোকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে তিন জেলে গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. জহিরুল হক।
তিনি বলেন, গত ৬ অক্টোবর টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ছয়টি ট্রলারে ৫৮ জন জেলে সাগরে মাছ ধরার উদ্দেশে রওনা হয়। গত ৯ অক্টোবর সেন্টমার্টিন থেকে দক্ষিণ-পূর্ব দিকে মাছ ধরা অবস্থায় ভুলবশত তারা মায়ানমারের জলসীমায় প্রবেশ করে। এ সময় মায়ানমার নৌবাহিনীর টহলরত একটি স্পিড বোট থেকে ওই ট্রলারগুলোকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এতে তিন জেলে গুলিবিদ্ধ হন। পরে তাদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান।
জহিরুল হক বলেন, মায়ানমার নৌবাহিনী অবৈধ অনুপ্রবেশের দায়ে ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়। পরে বঙ্গোপসাগরে টহলরত কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস তাজউদ্দিন বিষয়টি অবহিত হওয়ার পর মিয়ানমার নৌবাহিনীর টহলরত জাহাজের সঙ্গে যোগাযোগ করে। বৃহস্পতিবার বিকালে জেলেসহ ট্রলার তাজউদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, সীমান্তের কাছাকাছি এই ধরনের গুলিবর্ষণ কোনোভাবেই কাম্য নয়। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মায়ানমারে প্রতিবাদলিপি দেওয়া হবে।