মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: "আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) সকালের দিকে একটি র্যালী শেষ করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টার মো. মো. আসগর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন প্রমুখ বক্তব্য দেন।
দুর্যোগ মোকাবিলা করেই এদেশের মানুষকে বেঁচে থাকতে হবে মন্তব্য করে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, দুর্যোগ মোকাবিলায় আমাদের সক্ষমতা বেড়েছে দুর্যোগের আগাম প্রস্তুতি যত বেশি নেয়া যাবে, ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব হবে। এজন্য নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক যৌথ ব্যবস্থাপনায় এ মহড়ার আয়োজন করে মাটিরাঙ্গার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
অনুষ্ঠানে উপজেলার বিভাগীয় কর্মকর্তা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. হারুন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য অন্তর মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন।