কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় রুমা আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ৩ টায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুলাপুরে প্রাইভেট জাহানারা জেনারেল হাসপাতালে মালিক ডাঃ আবদুল হামিদ মোল্লার ভূল চিকিৎসা ও অবহেলার ঘটনায় রোগীর মৃত্যু ঘটেছে বলে অভিযোগ করেন নিহতের স্বজন। প্রসূতির মৃত্যু হলেও ভাগ্যক্রমে বেঁচে যায় সদ্যভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশু।
নিহত রুমা আক্তার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুলাপুর বেরীবাঁধ এলাকায় হাওড়াহাটি বেরীবাঁধ গ্রামের মৃত নছুর উদ্দিনের মেয়ে। রুমা আক্তারের ১০ বছরের একটি ছেলে সন্তানও রয়েছেন।
নিহত রুমা আক্তারের স্বামী হাবিবুর রহমান বলেন, দুপুরে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রসববেদনা শুরু হলে জাহানারা প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসি। রাতে নরমাল ডেলিভারিতে আমার একটি কন্যা সন্তান হয়। কিছুপর আমার স্ত্রীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। নার্স দিয়ে হাসপাতাল পরিচালনা করে এবং গাইনি ডাক্তার না থাকায় সঠিক চিকিৎসার অভাবের আমার স্ত্রীর মৃত্যু হয়। আমি এই হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্ত শাস্তি দাবী জানাচ্ছি। এ বিষয়ে হাসপাতালে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এই ঘটনার হাসপাতালের পরিচালক ডা. আবদুল হামিদ মোল্লাকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।