জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে নিজের কিশোরী (১৬) কন্যাকে ধর্ষণের মামলায় মোশারফ হোসেন (৪০) নামে চা দোকানিকে রোববার সকালে নিজ দোকান থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মোশারফ হোসেন আমিরাবাদ ইউনিয়নের চরসোনাপুর গ্রামের মৃত হেদায়েতুল ইসলামের ছেলে এবং চরসোনাপুর গ্রামের একটি চা দোকানি।
পুলিশ জানায়, ১১ অক্টোবর ভোর ছয়টার দিকে নিজ ঘরের মধ্যে কিশোরী কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে মোশারফ। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে রোববার সকালে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। দুপুরে ভিক্টিম ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজজোহরা মুনার আদালতে ২২ধারায় জবানবন্দি দেন। পরে ফেনী জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয়। মোশারফকে আদালতে হাজীর করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।