ঢাকা
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪০
logo
প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৪

হিন্দুদের ওপর কোনো নির্যাতন-নিপীড়ন বরদাস্ত করা হবে না: সেলিমুজ্জামান

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ‘বাংলাদেশ সম্প্রতির দেশ। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং হিন্দুদের ওপর কোনো নির্যাতন-নিপীড়ন বরদাস্ত করা হবে না’।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ভাদুলিয়ায় পূজামন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা আপনারা কখনও নিজেদের সংখ্যালঘু ভাববেন না এবং উপস্থাপন করবেন না। আপনারা কখনও নিজেদের দুর্বল ভাববেন না।মুসলমানরা হিন্দুদের ওপর অত্যাচার-নির্যাতন করবে কখনোই মনে করবেন না। এদেশে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে বসবাস করবে।’

সেলিমুজ্জামান আরও বলেন, আমরা দীর্ঘ ১৮ বছর আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। আমরা স্বাধীনভাবে কথা বলতে ও মতপ্রকাশ করতে পারিনি। দীর্ঘদিনের একজন স্বৈরাশাসক এদেশ থেকে পালিয়ে গেছে। যে কারণে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে ও মত প্রকাশ করতে পারছি।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ সেলিম, যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সহ-সম্পাদক মাহমদুল হাসান বাপ্পী, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুল, যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিয়ার রহমান রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফুরকান শরীফ টিটো, সদস্য সচিব মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজা উদ্দিন অপুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর তিনি গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং কমিটি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram