ঢাকা
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ২:০৮
logo
প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৪

সাগর রুনি হত্যা মামলায় সাবেক সরকারের অনেক প্রভাবশালী জড়িত: সুনামগঞ্জে শিশির মনির

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সাগর রুনি হত্যা হত্যা মামলায় সাবেক সরকারের অনেক প্রভাবশালী জড়িত। যে জায়গাটাই গিয়ে থেমে গিয়েছিল এখন সরকার বাঁধা দিচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সাংবাদিক সাগর রুনি হত্যাকান্ড নিয়ে আরও বলেন, এখানে গুরুত্বপূর্ণ রিপোর্ট আছে, সাগর রুনির শরীরে দুজন ব্যক্তির ডিএনএ সনাক্ত করা হয়েছে। এই দুজন ব্যক্তিদের খোঁজা হচ্ছে, এই দুই ব্যক্তির নাম খুব শ্রীঘই প্রকাশ করা হবে আশা করছি।

তিনি রবিবার সুনামগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও জানান, এই হত্যাকান্ড নিয়ে একটি টাস্কফোর্স গঠন করে একটি তদন্ত কমিটি আগামী ৬ মাসের মধ্যে তারা সরকারের কাছে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। যেহেতু আমি এর সাথে যুক্ত হয়েছি যার ফলে এর যে প্রাথমিক নথি তা দেখেছি, ইনভেস্টিগেশন থাকা অবস্থায় কিছু বলা যায় না। আমার কাছে মনে হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন আছে যা ধরে তদন্ত করতে পারলে এর শেষ দিকে যাওয়া যাবে।

দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে সভায় শিশির মনির আরও বলেন, বেশ কিছু সেনসিটিভ মানুষের নাম আছে, সংবেদনশীল মানুষ জড়িত মর্মে প্রাথমিক কর্মকাণ্ডে বুঝা যায় সেই সংবেদনশীল ব্যক্তি বর্গের নাম আমি বলছি না। আমার মনে হয় এখন তদন্ত টা প্রপ্রার ডাইরেক্টশনে আছে।

নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, শেষ যে নির্বাচনগুলো হয়েছে তা নির্বাচন বলা যায় না, তাকে ইলেকশন বলা যায় না। ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে কেউ নির্বাচিত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি আরও জানান, এই জন্য একটি মামলা করেছি আইনটা কে চ্যালেঞ্জ করে ইলেকশন কমিশনের এই আইন কেন অবৈধ ঘোষণা করা হবে না। এই মামলা হাইকোর্ট রোল ও দিয়েছে।

তিনি আরও বলেন, আমি সুনামগঞ্জের দিরাই শাল্লায় ৫-৬দিন উপজেলার ৩৬টি পূজা মন্ডব পরিদর্শন করেছি। এছাড়াও এলাকার প্রতিটি গ্রামে গ্রামে ঘুরেছি মানুষের সাথে কথা বলেছি। মানুষের মধ্যে গনতান্ত্রিক মনোভাব নিয়ে সাংঘাতিক ভাবে ভোট প্রয়োগে উদগ্রীব হয়ে আছে।

শিশির মনির জানান, ভোটারগণ নিজেরাই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। সে সুযোগ এখন এসেছে। আমরা যাচ্ছি মানুষের কাছে। এখন পেশী শক্তি দেখানোর সুযোগ নেই জনপ্রিয়তা দিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট নিয়ে জয়ী হতে হবে।

জামায়াতে ইসলামী নিয়ে শিশির মনির বলেন, জামায়াতে ইসলামী একটি ক্লিন ইমেজে দল যার বিরুদ্ধে জুলুম করে কারো জায়গা, জমি দখল, লুটতরাজ, গুম, খুন, রাহাজানিসহ কোনো ধরনের অনিয়মের সাথে জড়িত নাই, এমন কোনো প্রমানও দেখাতে পারবে না কেউ। আমি যাচ্ছি আমার সংগটন, স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ সবাই যাচ্ছে। জনগনেই নির্বাচিত করবে কাকে গ্রহণ করবে আর নির্বাচিত করবে।

তিনি আরও বলেন, পেশী শক্তি নয় আমরা মানুষের মতামত নিয়ে, ফ্রিডম ও প্রেস নিয়ে ইনভেস্টিগেটর জার্নালিজম নিয়ে আমি আমার আমাদের এজেন্ডা, যুক্তি তর্ক জনগনের সামনে উপস্থাপন করবো। এখন সময় মানুষ কথা বলা, তাদের মনের কথা উপস্থাপন করার। আর আমাদের কথা তুলে ধরার মাধ্যম আপনারা সাংবাদিকগন। আশা করছি আপনারা আমাদের কথা গুলো জনগনের সামনে তুলে ধরবেন।

সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে মাওলানা আমীর তোফায়েল আহমেদ খান, নায়েবে আমীর এডভোকেট শামসুদ্দিন আহমেদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পৌর কলের অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাধারন সম্পাদক রওনক বখত, জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, বাসস জেলা প্রতিনিধি আল হেলাল, দৈনিক জালালাবাদ জেলা প্রতিনিধি জসিম উদ্দিন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram