মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ের সাহেরখালী স্লুইসগেট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে।
সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিস কর্তৃপক্ষ। অভিযানে ৮ টি মশারি জাল ও ১ টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জালগুলোর মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
জানা গেছে, সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার সাহেরখালী স্লুইসগেট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মিরসরাই সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ড মিরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোসলেহ উদ্দিনসহ উপজেলা মৎস্য অফিসের কর্মচারী এবং কোস্ট গার্ড সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সরকার ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সাগরে যে কোন প্রজাতির সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।