মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে সাড়ে ৬৪ কেজি গাঁজসহ ইকবাল হোসেন (৩৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার (১৪ অক্টোবর) রাত ১ টায় বারইয়ারহাট পৌর সদরের বারইয়ারহাট বাস কাউন্টার মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ইকবাল বারইয়ারহাট পৌরসভার পশ্চিম জামালপুর এলাকার শহিদুল ইসলামের পুত্র।
র্যাব-৭ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট এলাকায় বাস কাউন্টারের ভিতরে ইকবাল মাদকদ্রব্য পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছিল। এই তথ্যের ভিত্তিতে রাত ১ টায় র্যাব-৭ এর একটি দল অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ইকবাল পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আটক ইকবালকে তল্লাশী করে এবং জিজ্ঞাসাবাদে ৭ টি কাগজের তৈরি কার্টুনের ভিতর বিভিন্ন রংয়ের পলিথিনের উপর প্লাস্টিকের লাল সুতায় মোড়ানো ১২৭ বান্ডেলে সাড়ে ৬৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
র্যাব আরও বলেন, গ্রেফতার ইকবাল দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি পার্বত্য জেলা হতে স্বল্পমূল্যে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে মিরসরাই উপজেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
জোরারগঞ্জ থানার উিউটি অফিসার এসআই আতিকুর রহমান জানান, র্যাব-৭ এর একটি দল একাধিক মাদক মামলার আসামী ইকবাল হোসেনকে সোমবার রাতে থানায় হস্তান্তর করেছে। এই ঘটনায় র্যাব-৭ বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।