মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট পৌরসভায় বৃহত্তর পাবনা ও বগুড়ার জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার দুটি ওয়ার্ডে আরসিসি রাস্তা, আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয় এর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার মোহাম্মদ রায়হান, জেলা শিক্ষা অফিসার ও ৮ ও ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্য রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ৭ নং ওয়ার্ডের সদস্য দায়িত্বপ্রাপ্ত আমিনুল ইসলাম মন্ডল, জয়পুরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভার:) হাসানুজ্জামান, সহকারী প্রকৌশলী (সিভিল)(ভার:) মিজানুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন করা এলাকা হলো- ৭নং ওয়ার্ডের হারাইল পশ্চিম পাড়া থেকে মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা ১শ’ ৭৫ মিটার ও আরসিসি ড্রেন ১শ’ ৭৫ মিটার কুটির শিল্পের পাশের আরসিসি রাস্তা ও আরসিসি ড্রেন ২শ’ ৬০ মিটার এবং ৮নং ওয়ার্ডের আক্তারের বাড়ি হতে আহমেদুল সোনারের বাড়ি পর্যন্ত ৩শ’৬০ মিটার আরসিসি রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণের কাজ।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা জানান, ৫টি প্রকল্পের নির্মাণ ব্যয় হবে ১ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৯শ’ ৪৬ টাকা। নির্মাণ মেয়াদ রয়েছে ৬মাস।