শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বন্ধুদের সাথে খেলতে গিয়ে অসতর্কতাবশত বাঁশের কঞ্চি দিয়ে বানানো তীরে বিদ্ধ হয়ে মো. সাইদুল কবির (১২) নামে এক শিশু শিক্ষার্থী মারা যায়।
এ ঘটনায় মারা যাওয়া শিশু উপজেলার সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব পাইরাং বড় পুকুর পাড় এলাকার কৃষক আজিজুর রহমানের পুত্র। সাইদুল স্থানীয় পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাঁশের কঞ্চির একটি তীর সাইদুলের বুকে বিদ্ধ হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন লোকজন। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশংকাজনক হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক এ প্রেরণ করেন।
নিহতের চাচাতো ভাই আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বন্ধুদের সাথে খেলতে গিয়ে অপর বন্ধুর একটি তীর তার বুকে এসে বিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক প্রেরণ করেন। চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, 'এ ঘটনার বিষয়ে আমি অবগত নই। কেউ এ বিষয়ে আমাকে জানায় নি। তবে এ বিষয় খবর নিচ্ছি।'