শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে শিবচর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে সহকারী শিক্ষকরা বলেন, বর্তমানে তারা ১৩তম গ্রেডে শিক্ষকতা করছেন। এসময় তারা আরো বলেন, ইউনিয়ন ভূমি সচিব, পুলিশের সাব ইন্সপেক্টর এবং সিনিয়র নার্স ১০ম গ্রেডে বেতন পান। এটি চরম বৈষম্য, একই যোগ্যতাসম্পন্ন হয়েও ১৩তম গ্রেডে থাকায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন তারা। বর্তমান সরকার বৈষম্য নিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদকে ১২তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে। কিন্তু, এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ১০তম গ্রেডে উন্নীত করার দাবি জানান শিক্ষকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মু. মাহবুবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে মো: মজিবুর রহমান, মো: শহিদুল ইসলাম, মো: ফোরহাদ হোসেন, মো মিজানুর রহমান, মো: কাওসার মিয়া, তাহমিনা আফরোজ ও মো: শাখাওয়াত হোসেনসহ প্রায় ২ শতাধিক শিক্ষক।