জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে পূর্ব বিরোধের জেরে আলা উদ্দিন (৩০) নামে এক ওমান প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন ও ভাড়াটে সন্ত্রাসীরা। ১৮ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার বগাদানা ইউনিয়নের কাজীর হাটে জসিম উদ্দিনের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোশারফ হোসেন ফারুক, মুন্না ও জনি অজ্ঞাতনামা ২-৩জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক।
আহত যুবক, পুলিশ ও এলাকাবাসী জানায়, আলা উদ্দিন তার বিয়ের বাজার সওদা করতে কাজীর হাটে যান। পূর্বশত্রুতার জেরে মোশারফ হোসেন ফারুকের নেতৃত্বে একদল সন্ত্রাসী আলা উদ্দিনের ওপর হামলা করে। ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাকে মারাত্মক জখম করে। তার বিয়ের বাজারের জন্য পকেটে থাকা ৩০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য একজন এসআইকে দায়ীত্ব দেয়া হয়েছে।