বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার আটটি মামলার পলাতক আসামি জাকির হোসেন ওরফে ট্যাপা জাকিরকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার জাকির সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের কথিত ভাগিনা ছিলেন। গত ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে সাভার থেকে জাকির হোসেনসহ আওয়ামী লীগ নেতা কর্মীরা গা ডাকা দেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তানভীর মোরর্শেদ বলেন, ঢাকার গোয়েন্দা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে। আজ রবিবার দুপুরে গ্রেপ্তার জাকিরকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।