আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সেক্রেটারি সাইফ মাহমুদ জুয়েলকে মারধরের ঘটনায় আড়াইহাজার থানায় শনিবার একটি মামলা দায়ের হয়েছে। উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর গ্রামের মোহাম্মদ রতন বাদী হয়ে ২৪৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, আদালতের নির্দেশে মামলাটির রুজু করা হয়েছে।
জানা গেছে, ২০২২ সালের ২৩ নভেম্বর বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ এবং সেক্রেটারি সাইফ মাহমুদ জুয়েল একটি দলীয় কার্যক্রম শেষে বি-বাড়িয়া থেকে ঢাকা যাওয়ার পথে আড়াই হাজার উপজেলার রামচন্দ্র দি এলাকায় তাদের গাড়ি আটক করে তাদেরকে মারধর করে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ কর্মীরা। গত ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হবার পর এক সেপ্টেম্বর উল্লেখিত মোঃ রতন এই বিষয়ে আড়াই হাজারের তৎকালীন এমপি নজরুল ইসলাম বাবুসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলার আবেদন করেন। মামলায় আরো প্রায় ২০০ লোককে অজ্ঞাতনামা আসামি করা হয়। আদালত মামলাটির রেকর্ড করার জন্য আড়াইহাজার থানার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। সে নির্দেশ মোতাবেক শনিবার রাতে আড়াইহাজার থানায় মামলাটি রেকর্ড হয়।