ঢাকা
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ২:০৮
logo
প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৪

সাবেক ছাত্রদল সভাপতি সেক্রেটারিকে মারধরের ঘটনায় আড়াইহাজার থানায় মামলা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সেক্রেটারি সাইফ মাহমুদ জুয়েলকে মারধরের ঘটনায় আড়াইহাজার থানায় শনিবার একটি মামলা দায়ের হয়েছে। উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর গ্রামের মোহাম্মদ রতন বাদী হয়ে ২৪৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, আদালতের নির্দেশে মামলাটির রুজু করা হয়েছে।

জানা গেছে, ২০২২ সালের ২৩ নভেম্বর বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ এবং সেক্রেটারি সাইফ মাহমুদ জুয়েল একটি দলীয় কার্যক্রম শেষে বি-বাড়িয়া থেকে ঢাকা যাওয়ার পথে আড়াই হাজার উপজেলার রামচন্দ্র দি এলাকায় তাদের গাড়ি আটক করে তাদেরকে মারধর করে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ কর্মীরা। গত ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হবার পর এক সেপ্টেম্বর উল্লেখিত মোঃ রতন এই বিষয়ে আড়াই হাজারের তৎকালীন এমপি নজরুল ইসলাম বাবুসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলার আবেদন করেন। মামলায় আরো প্রায় ২০০ লোককে অজ্ঞাতনামা আসামি করা হয়। আদালত মামলাটির রেকর্ড করার জন্য আড়াইহাজার থানার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। সে নির্দেশ মোতাবেক শনিবার রাতে আড়াইহাজার থানায় মামলাটি রেকর্ড হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram