সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিনা ভোটের সরকার বাংলাদেশের মাটিতে আর কোনদিন আসতে দেবনা ইনশাল্লাহ। এলাকাবাসির উদ্দেশ্যে এমন বক্তব্য দিয়েছেন বিএনপির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
রবিবার সন্ধ্যায় সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় তাঁর প্রয়াত পিতা ভাষা আন্দোলনের সিপাহসালার ও দেশবরেণ্য জাতীয় নেতা অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। এই ষড়যন্ত্র আপনারা কিছু কিছু টের পাচ্ছেন। ভোটের কোন নিশানা কিন্তু দেখিনা। সাবধান করে দেয় এদেশের মানুষ ভোটের জন্য বার বার আন্দোলন করেছে, বার বার রক্ত দিয়েছে। মানুষের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না। মানুষের ভোট দেওয়ার সুযোগ তৈরী করে দেন, মানুষ যাকে খুশি তাকেই বেছে নেবে ইনশাল্লাহ। এদেশ চলবে মানুষের রায়ে, এদেশের ক্ষমতায় যাবে সেইদল যে দলকে মানুষে ভোট দিয়ে ক্ষতায় নেবে। বিনা ভোটের সরকার বাংলাদেশের মাটিতে আর কোনদিন আসতে দেবনা ইনশাল্লাহ।
তিনি বলেন, এ দেশের মাটি বার বার যে শোষণ করে তার হাতে চলে যায়। গত ১৫ বছরে যে দুঃসময় আমরা পার করেছি, ঘরে ঘরে মামলা, তুলে নিয়ে যাওয়া, মেরে ফেলা, চাকরী থেকে সরিয়ে দেয়া, শ্রমশন না দেয়া, চাকরী না দেয়া এ ঘটনাগুলোতো এ দেশের মাঠিতেই হয়েছে। জুলাই মাসে ছাত্র জনতা রক্ত দেওয়াই হাসিনা বাধ্য হল বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে। হাসিনা এদেশ থেকে পালাইল আর মানুষের ঘরে খুশি আর খুশি, মুক্তি আর মুক্তি।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। বিএনপি নেতা মুন্সী আমানুল্লাহ'র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি জহিরুল হক খোকন, ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খোকন সেন, জেলা বিএনপির নেতা এড. সফিকুর রহমান সফিক, সরাইল উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাস্টার, নবীনগর বিএনপি নেতা আনিছুর রহমান মঞ্জু, আশুগঞ্জ বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, সরাইল সদর ইউপি চেয়ারনম্যান আব্দুল জব্বার প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মুফতি শহিদুল হক।