বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত ১২ টার দিকে বাঁশখালী পৌর সদরের মিয়ারবাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একইদিন রাতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদ হোসাইন কে পৌরসভা এলাকা হতে ও আরিফ উল্লাহ্ চৌধুরীকে সাধনপুর এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, 'রবিবার রাতে স্থানীয় লোকজন হেলমেট পড়া অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরকে মিয়ারবাজারে অবস্থান করছেন মর্মে সংবাদ দিলে বাঁশখালী থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। একই সাথে হামিদ হোসাইন ও আরিফ নামে আরো দুইজনকে তদন্তপ্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (২১ অক্টোবর) আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এদিকে উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের গ্রেফতারের খবরে বাঁশখালী আওয়ামীতে গ্রেফতার আতংক ছড়িয়ে পড়ে। গ্রেফতার এড়াতে অনেকে রয়েছেন আত্মগোপনে। এর আগে গত বৃহস্পতিবার সাবেক মেয়র তোফাইল বিন হোছাইনের দুই সহযোগী শাহনুর মোহাম্মদ ইলিয়াস ও মিনারুল ইসলামকে গ্রেফতার করেছিল থানা পুলিশ।