হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে প্রধান শিক্ষক সবিতা (৫৭) কে পরিকল্পিত ভাবে খুনের অভিযোগ উঠেছে। সবিতা রানী বালা (৫৭) নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সবিতা দৌলতপুর গ্রামে স্বামী পরিতোষ মন্ডলের বাড়িতেই খুন হয়েছেন।
পুলিশ সোমবার (২১ অক্টোবর) সকালে নিহত সবিতার গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সরকারি হাসপতালে পাঠায়।
পুলিশ ও পরিবারের সদস্যদের ধারণা মতে, সবিতা রানী বালাকে শ্বাসরোধে পরিকল্পিত ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে। চোরচক্র সিঁধ কেটে ঘরে ঢুকে মালামাল লুটপাটের সময় সবিতা চোরদের চিনে ফেলে। এ কারনে তারা গলায় গামছা পেঁচিয়ে সবিতা বালাকে হত্যা করে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে আরোও জানা গেছে, রোববার রাতে ল্যাপটপে স্কুলের কাজ শেষে ঘরে একা ঘুমিয়ে পড়েন সবিতা। তাঁর স্বামী বাড়ির অন্যরুমে ঘুমাচ্ছিলেন। রাতের যে কোনো সময় চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে ঢোকে চোরের দল। সবিতা তাদের চিনে ফেলায় তাঁর গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হতে পারে। সবিতা রানী বালার ব্যবহৃত ল্যাপটপ, হাত ও গলা এবং কানে পরিহিত স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘরের আসবাবপত্র এলোমেলো করে রেখে যায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। হত্যাকান্ডের কারণ এবং ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।