মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় সরকার নির্ধারিত দামে ডিম বিক্রয় শুরু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়।
ডিম কিনতে আসা জনৈক ফরিদা আক্তার জানান, সরকার নির্ধারিত দামে ডিম পেয়ে অনেক ভালো লাগছে। বাজারে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে অতিরিক্ত দাম নিচ্ছে যা কাম্য নয়। তাই এমন উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরকে ধন্যবাদ জানাই। তবে নিয়মিত ডিম বিক্রয় কেন্দ্রটি খোলা রাখার দাবি জানাচ্ছি।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, সরকারের নির্ধারিত দামে ডিম বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রতিদিন ১২শ ডিম বিক্রয় করা হবে। বাজার নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত ডিম বিক্রয় কেন্দ্রটি খোলা থাকবে।