বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ডিপার্টমেন্টাল ষ্টোর, কনফেকশনারী এ্যান্ড ফ্রুট সেন্টার ও পানের দোকানে অগ্নিকান্ডে প্রায় সোয়া দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউপি’র ঢংপাড়া চৌরাস্তা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ডিপার্টমেন্টাল ষ্টোরের সত্ত্বাধিকারী ও বিসিআইসি সারের সাবডিলার সোহেল মিয়া জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি সংবাদ পান তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তিনি দ্রুত ঘটনাস্থলে এসে দেখতে পান দোকানের বেবিফুড কর্নার, হার্ডওয়ার সাইড, বিদেশী কসমেটিক, গ্রোসারী কর্নার, মানি এক্সচেন্স, পোল্ট্রিফিড ও মেডিসিন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক সাইডসহ পুরো দোকানেই আগুন লেগে গেছে। মুহুর্তের মধ্যেই পাশের জুলহাসের ফ্রুট সেন্টার ও পানের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমার দোকানে রাখা নগদ ক্যাশসহ দুই কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, বাসাইল ফায়ার সার্ভিস স্টেশন থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছাতে ৫ থেকে ৭ মিনিটের বেশি সময় লাগার কথা নয়। অথচ বার বার ফোন করলেও ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মত আসেনি।
বাসাইল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মাজহারুল ইসলাম ভুক্তভোগী সোহেলের অভিযোগ ভিত্তিহীন মন্তব্য করে বলেন, ভুক্তভোগীদের কোন ফোন আসেনি বা মোটরবাইক নিয়েও কেউ আসেনি। রাত ২টা ১২ মিনিটে আমরা ৯৯৯ এর কল পেয়ে ৮/৯ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। তদন্ত সাপেক্ষে আগুনের সুত্রপাত সম্পর্কে জানা যাবে।