চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সারা দেশের ন্যায় ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় কুড়িগ্রামের চিলমারীতে মৎস্য দপ্তরের অভিযানে ১৫হাজার মিটার কারেন্ট জাল ও ৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নঈম উদ্দিন।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে একটি ভ্রাম্যমান টিম ব্রহ্মপুত্র নদে মা ইলিশ রক্ষার অভিযানে যান। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাছ শিকারী জেলেরা পালিয়ে গেলেও মাছ এবং জাল ফেলে যায়। এসময় তাদের নৌকা থেকে ১৫হাজার মিটার কারেন্ট জাল ও ৮ কেজি ওজনের ৩২টি মা ইলিশ জব্দ করা হয়। অভিযান শেষে রাতে নৌ বন্দর এলাকায় জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ গুলো এতিম খানায় বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নঈম উদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমান অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা বদরুজ্জামান মিঞা, চিলমারী নৌ-বন্দর থানার এএসআই এরশাদুল হক প্রমূখ।
এ ব্যাপারে মৎস কর্মকর্তা বদরুজ্জামান মিয়া বলেন, পুড়িয়ে ফেলা জালের আনুমানিক মূল্য ২লক্ষ ৮৫হাজার টাকা।