গংগাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার বুধবার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ তামান্না।
এ সময় তিনি বাজারে গালামাল, সবজি, মুরগী, ডিমের দোকানসহ বিভিন্ন দোকানের মূল্য তালিকা প্রদর্শন ও অধিক লাভে পণ্য বিক্রি করছে কিনা এবং ক্রয়কৃত পণ্যের রশিদ আছে কিনা তা ঘুরে ঘুরে দেখেন। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ক্রয়কৃত পণ্যের রশিদ দেখাতে না পারায় বাজারের এক মুরগী ব্যবসায়ীর ৭'শ টাকা ও এক গালামাল ব্যবসায়ীর ৫'শ টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেন।
এছাড়া বাজারে বিভিন্ন ব্যবসার দোকান মনিটরিংকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়কৃত পণ্যের রশিদ সংরক্ষণ করাসহ বিভিন্ন নিদের্শনা দেন। বাজার মনিটরিংকালে পুলিশ সদস্য, সাংবাদিক ও জনসাধারণ উপস্থিত ছিলেন।