ঢাকা
২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১১:৫২
logo
প্রকাশিত : অক্টোবর ২৩, ২০২৪

চৌগাছায় রাস্তা নির্মাণ কাজের অনিয়মে বাধা দেয়ায় বিরোধ, সংঘর্ষে নিহত ১

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ইটের সলিং রাস্তা নির্মাণ কাজের অনিয়মে বাধা দেওয়ায় আওয়ামীলীগ কর্মীদের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। গত মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের মোল্যা পাড়ায় এ ঘটনা ঘটে। এতে শওকত আলী (৩২) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়।
এসময় আহত হয়েছে আরো ৩ জন। এ ঘটনায় আহতরা হলেন- একই গ্রামের (পুড়াপাড়া মোল্যা পাড়া) আওয়ামীলীগ কর্মী কিয়াম উদ্দীনের ছেলে শনু মিয়া (৩৫), ইউসুফ আলী (৩০), মৃত ওসমান আলীর ছেলে মুখতার হোসেন (৪০)।

আহত শওকত আলীকে মঙ্গলবার গুরুতর অবস্থায় প্রথমে চৌগাছা সরকারি হাসপাতলে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান ইমন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা রেফার করেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতেই শওকত আলীর মৃত্যু হয়। এদিকে শওকত আলীর মৃত্যু খবর পেয়ে হাসপতালে ভর্তি আহত আওয়ামীলীগ কর্মীরা রাতেই পালিয়ে যায়।

মামলার নথি ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, পুড়াপাড়া গ্রামের মোল্যা পাড়ার মিজানুর রহমানের বাড়ির পাশ দিয়ে একটি ইটের সলিং রাস্তা নির্মাণ কাজ চলছিল। রাস্তাটি দেখভাল করছিল স্থানীয় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা কামাল হোসেন। রাস্তায় ইটের গাথুনির নিচে বালুর পরিমান কম দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম। এতে বাকবিতান্ডা হয় ইউপি সদস্য কামাল হোসেনের সাথে। পরে আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য কামাল হোসেনের নেতৃত্বে কিয়াম উদ্দীনের ছেলে শনু মিয়া, ইউসুফ আলী, সোহারব হোসেন, আইজেল উদ্দীনসহ ১০/১২ জন নজরুল ইসলাম এর বাড়িতে গিয়ে হামলা করে।

এসময় লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকলে নজরুল ইসলামের ভাতিজা বিএনপি কর্মী শওকত আলী বাধা দিলে তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। এক পর্যায়ে বাড়িতে থাকা লোকজন প্রতিহত করতে গেলে প্রতি পক্ষের তিন জন আহত হয়। এ ঘটনায় শওকত আলীর চাচা বিএনপি নেতা মিজানুর রহমান বাদী হয়ে সাত জনরে নাম উল্লেখ করে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হবিবর রহমান বলেন, ‘রাস্তা নির্মাণ কাজ আরও ৭/৮ দিন আগেই শেষ হয়েছে। তিনি বলেন, ইউপি সদস্য নির্বাচনে কামাল হোসেনের প্রতিদ্বন্দ্বী ছিল মিজানুর রহমান। তাদের সাথে পূর্ব থেকেই দ্বন্দ্ব ছিল’।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারনে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা করেছে। এটা খুবই দুঃখজনক। দোষীদের কাউকে ছাড় দেওয়া হবেনা বলে তিনি জানান।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দোষীদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram