কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝালকাঠির কাঠালিয়ায় রাত থেকে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে। গুমোট আবহাওয়া বিরাজ করছে উপজেলা জুড়ে। নদী তীরের মানুষের মধ্যে ঘূর্ণিঝড় আতঙ্ক দেখা দিয়েছে।
সারাদিন থেমে থেমে ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। বিষখালী নদীসহ আশো-পাশের নদ-নদীগুলোতে পানির উচ্চতা বেড়েছে। উপজেলার বড় কাঠালিয়া গ্রামে আবু হানিফ হাওলাদারের গোয়াল ঘরে উপর গাছ উপরে পরে একটি গরু মারা গেছে। ভোগাতিন্তে পড়েছে দৈনিক শ্রমিকবিক্রি করা খেটে খাওয়া সাধারন মানুষগুলো। নদী তীরের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়ার জন্য সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছ।
এদিকে উপজলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষয়-ক্ষতি কমানোর জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১৫ টি সাইক্লোন সেল্টার, ৬৬ টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৬ টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও রেডক্রিডেন্টের সদস্যরা।