সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স অভিযান শুরু করেছে৷
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার বোয়ালখালী নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।
অভিযান পরিচালনাকালে তিনি বলেন, ‘বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দর যাতে অস্থিতিশীল হয়ে জনসাধারণের যাতে ভোগান্তি তৈরি না হয় সেদিকে এই টাস্কফোর্স কাজ করছে। অভিযানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ০৬ ব্যবসায়ীকে ৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে৷’
ইউএনও মামুনুর রশীদ আরো জানান, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনা সহ উপজেলা প্রশাসন কতৃক গঠিত বিশেষ টাস্কফোর্স দেখাশোনা ও জনসচেতনামূলক কাজ পরিচালনা করবে।’
এর আগে উপজেলা পরিষদ সমিনার কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার-২০২৪ অনুষ্ঠিত হয়।
এই সময় দীঘিনালা উপজেলা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তনজিম চাকমা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কাশেম, ছাত্র প্রতিনিধি মো. ইব্রাহিম প্রমুখ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন৷