চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের শিংনগর বিওপি'র নিকটবর্তী ভারতের ১১৫ বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের জিরোলাইন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৫৩ বিজিবি'র অধিনায়ক লে.কর্নেল মনির উজ জামান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে বিজিবির ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৫৩, বিজিবি'র অধিনায়ক লে.কর্নেল মনির উজ জামান এবং বিএসএফের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১১৫, বিএসএফের কমান্ড্যান্ট শ্রী অশোক কুমার সিং।
উক্ত বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হামলা ও গুলিবর্ষণ, বাংলাদেশী দুর্বৃত্তদের দ্বারা বিএসএফ কর্মীদের উপর হামলা, সীমান্তে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও হুন্ডি ব্যবসায়ীদের তৎপরতা প্রতিরোধ এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে কোন প্রকার স্থায়ী স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া সীমান্ত এলাকার যে সব স্থানে কাঁটাতারের বেড়া দূর্বল আছে তা মেরামতের বিষয়েও আলোচনা করা হয়। বিদ্যমান সমস্যা দূরীকরণে উভয় দেশের সীমান্ত বাহিনী আরো আন্তরিক হবেন মর্মে উভয় পক্ষ একমত পোষণ করেন।