শহিদ জয়, যশোর: আজ শুক্রবার সকালে যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি এবং র্যাব এর যৌথ অভিযানে বাহাদরপুর এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে ৬২কেজি গাজাসহ আটক করেছে।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ধান্যখোলা বিওপি এবং র্যাব-৬ এর যশোর ক্যাম্পের টহলদল বাহাদুরপুর গ্রামে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যশোর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক, ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল এবং বিজিবি‘র কোম্পানী কমান্ডার সুবেদার নিতিশ চন্দ্র এর নেতৃত্বে এলাকার সাগরের বাড়ি তল্লাশিকালে ঘরের মধ্যে থেকে ভারতীয় ৬২ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছেন- বাহাদুরপুর গ্রামের রহিমের ছেলে জসীম(৩৮), জাকিরের ছেলে সাগর(৩৫) ও দুর্গাপুর গ্রামের মুমিনের ছেলে ইমরান(২৯)। গাঁজাসহ আসামীদেরকে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।