ঢাকা
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪৬
logo
প্রকাশিত : অক্টোবর ২৫, ২০২৪

ঘুরে দাঁড়াতে প্রানপণ লড়াই করছে কুমিল্লার গোমতী চরের কৃষকরা

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার একক সংখ্যাগরিষ্ঠ কৃষি অঞ্চলের একটি গোমতীর চর। সারা বছর ব্যাপী কৃষকরা বিভিন্ন ফসল উৎপাদন করে নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি স্বনির্ভর দেশ গঠনেও ভূমিকা রাখছে গোমতী নদীর চরের কৃষকরা।
গত প্রায় দু’দশক গোমতীর চরাঞ্চল প্লাবিত না হওয়ায় কৃষকরা নিরাপদেই চাষাবাদে ব্যস্ত সময় পার করলেও চলতি বছরে অতিবৃষ্টির সাথে পাহাড়ি ঢলে গোমতীর চরাঞ্চল প্লাবিত হয়। ভেঙ্গে যায় বাঁধ। তলিয়ে যায় হাজার হাজার একরের ফসলী জমি। চরম ক্ষতিগ্রস্থ হয় কৃষকরা। তবে, পানি কমে গেলে চরের চাষীরা আবারো ঘুরে দাঁড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন।

ভারত থেকে আসা কুমিল্লার প্রধান নদী গোমতী জেলার কটকবাজার সীমান্ত দিয়ে প্রবেশ করে জেলার আদর্শ সদর, বুড়িচং, ব্রাহ্মনপাড়া, দেবিদ্বার, মুরাদনগর, তিতাস হয়ে দাউদকান্দির সাপটা নামক স্থানে গিয়ে মেঘনা নদীতে মিলিত হয়। প্রতিবছর ওপার থেকে আসা নদীটি বর্ষাকালে বৃষ্টি ও বন্যার পানিতে বিপুল পরিমান পলি বহন করে উর্বর করে গোমতীর চরাঞ্চল। আর সেই উর্বর জমিতে চাষীরা ধান, গম, ভূট্টা, ইক্ষু, পাট, আলু, নানা জাতের শাক-সব্জিসহ শীতকালীন বিভিন্ন তরিতরকারি উৎপন্ন করে আসছে বছরের পর বছর ধরে।

দায়িত্বশীল সুত্র মতে, সীমান্তের ওপারে ভারত নদীতে একাধিক বাঁধ দেওয়ায় নদীটি বছরের বেশীরভাগ সময়ই অতিমাত্রায় পানি কম থাকে। এতে বিগত বছরগুলোতে নদী তীরের কৃষকরা নিশ্চিন্ত মনে বারো মাসই বিভিন্ন প্রকারের ফসল উৎপাদন করে আসছিল। চলতি বছরেও ভারতে অতিরিক্ত বৃষ্টি হলে তারা খুলে দেয় বাঁধ। ফলে গোমতীর দু’কূল ছাপিয়ে যায় পানি। এতে চরের পুরো অংশ পানিতে তলিয়ে গেলে সর্বস্বান্ত হয় কৃষক। পরবর্তীতে চরের পানি নেমে গেলে আবারো ভ্যাগ্য ফেরাতে ব্যস্ত হয়ে পড়ে নদী তীরের কৃষকরা। এসময় কৃষকরা আগাম ও দ্রুত ফলনশীল সবজি উৎপাদনে ঝুঁকে পড়ে। রোপন করে লাল শাক, ডাটা শাক, পুঁই শাক, মুলাসহ বিভিন্ন ধরনের শাক-সবজি ।

সরেজমিন গোমতীর কুমিল্লা সদরের আমতলী, নিশ্চিন্তপুর, কাইচ্চাতলী, বুড়িচংয়ের সমেষপুর,বাগিলারা, বাজেবাহেরচর, ভান্তি,পূর্বহুরা, বালিখাড়া, কামাড়খাড়াসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় কৃষকদের ঘুরে দাঁড়াবার দৃশ্য। নদীর দু’কূল ছাপিয়ে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা যখন নতুন করে আবারো ভাগ্য ফেরাতে ব্যস্ত, তখন চরাঞ্চলের উল্লেখিত স্থানগুলোর কৃষকদের ভরসা নিজেরাই।

আমতলী, নিশ্চিন্তপুর, এলাকার চরে চাষাবাদে ব্যস্ত নান্টু নামের এক কৃষক জানান, সরকারী পর্যায়ে কেউই কোন খবর রাখেনি বা নিতে আসেনি। বন্যা পরবর্তীতে মাঠ চাষাবাদের উপযোগী করে গত প্রায় ১৫দিন আগে তিনি চরের প্রায় ১০ একরেরও বেশী জায়গা জুড়ে মুলা চাষ করেছেন। কিছু অংশে করেছেন লাল শাক ও ডাটা শাক। এরই মাঝে তার আবাদ করা মুলা ও লাল শাক বিক্রির উপযোগী হয়ে উঠেছে উল্লেখ করে তিনি আরো জানান, জমি তৈরীর কাজ শেষ পর্যায়ে, কয়েক দিনের মধ্যেই আলু রোপন করবো। তিনি বলেন, আমতলী, নিশ্চিন্তপুর, এলাকায় তিনিসহ তার পরিবারের অন্যান্য সদস্য জাহাঙ্গীর, শাহআলম, রুবেল, হালিম, আব্দুল, বগু এ মৌসুমে প্রায় ২০ একরের বেশী জমিতে সবজিসহ বিভিন্ন ফসল আবাদ করছেন।

একই দৃশ্য উল্লেখিত বুড়িচং অংশেরও। সেখানেও কৃষকরা ব্যস্ত লাল শাক, ডাটা শাক, মুলা চাষে। কৃষক মালু মিয়া বলেন, শাক, মুলা দ্রুত বর্ধনশীল তথা অল্প সময়ে বিক্রির উপযোগী হয়ে উঠায় বন্যা পরবর্তী চাষীরা প্রাথমিক লাভের আশায় চরের বিস্তির্ণ এলাকাজুড়ে এসব তরকারীর চাষ করেছেন। তিনি আরো বলেন, বন্যা পরবর্তী স্বল্প সময়ে অনেকেই বাজারে তরকারীর উচ্চ মুল্য দেখে অধিক লাভবান হতে এরই মাঝে ছোট আকারের মুল, লাল শাক, ডাটা শাক বাজারে বিক্রি করা শুরু করেছেন। এতে লাভ ও হচ্ছে ভালো। হাসিও ফুটছে কৃষকের মুখে।

তবে, একাধিক কৃষক আক্ষেপ করে বলেন, সরকার কৃষকদের নানাভাবে সাহায্য-সহযোগীতা করলেও আমাদের আমতলী, নিশ্চিন্তপুর, কাইচ্চাতলী এলাকার চরাঞ্চলের কয়েক শত একর জমি চাষাবাদ করা কৃষকদের জন্য কখনো কোন সরকারী প্রনোদনা বা সাহায্য পাইনি।

বন্যা পরবর্তী গোমতীর চরের কৃষকদের অবস্থা জানতে চাইলে, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইউব মাহমুদ জানান, গত আগষ্ট মাসের মাঝামাঝি বন্যায় গোমতীর চরের কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখিন হলেও এখানকার পরিশ্রমি কৃষকরা বন্যা পরবর্তী দ্রুততম সময়ে চরে শাক-সবজির আবাদ শুরু করে ঘুরে দাড়াবার চেষ্টা করছেন। তিনি আরো বলেন, গোমতীর চরের সবজি কুমিল্লার মানুষের চাহিদার বিরাট একটা অংশ পুরন করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram