নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জামছড়ি সীমান্তের ৪৬ নং সীমান্ত পিলার থেকে শূন্য লাইন থেকে আনুমানিক ৩০০ মিটার পূর্ব দিকর মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি( এএ) দখলকৃত এলাকা থেকে ৩-৪ রাউন্ড গুলাগুলির শব্দ ভেঁসে আসে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টা ৪৫ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (১১ বিজিবি) এর অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪৬ এর শূন্য লাইন থেকে আনুমানিক ৩০০ মিটার পূর্ব দিকর মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি(এএ) দখলকৃত এলাকা থেকে ৩-৪ রাউন্ড গুলাগুলি ( ক্ষুদ্রাস্ত্র ফায়ার) 'র শব্দ শোনা যায় বলে জামছড়ির একাধিক বাসিন্দা সূত্র জানা যায়।
তবে উক্ত গুলাগুলির (ফায়ারের) ফলে কোন প্রকার হতাহতের সংবাদ জানা যায় নাই।
অন্যদিকে জামছড়ির মৃত শাহ আলমের জাফর আলমের ,একই এলাকার মোখতার আহমদের পুত্র শাহ আলম বলেন, আজ (শনিবার) সকাল ১১টা ৪৫ মিনিটের সময় থেমে থেমে ৩- ৪ রাউন্ড গুলাগুলির শব্দ শুনতে পাই। তবে কোন ধরনের হতাহত হয়েছে কিনা জানি না।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪৬ নম্বর সীমান্ত পিলার মিয়ানমারেররঅভ্যন্তরে জিরো লাইনে গুলাগুলি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার মাস্টার শুক্কুর আহমদ ও ইমাম নুরুল ইসলাম।
ধারণা করা হচ্ছে,মিয়ানমার অভ্যন্তরে সে দেশের জান্তা সরকার নিয়ন্ত্রিত বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী আরকান আর্মির চলমান তিব্র সংঘর্ষে এই গুলাগুলি হচ্ছে। মিয়ানমারের অভ্যন্তের গুলাগুলি হলেও এপারে বাংলাদেশের মানুষজন সুরক্ষিত ও নিরাপদে আছে বলে জানা গেছে।